Bengali Typography (জুমা মুবারক)
শুক্রবার মুসলিম উম্মাহ জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। পৃথিবীর ইতিহাসে তাৎপর্যবহ দিবসও। ইসলামের ইতিহাসে শুক্রবারে ঘটেছে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা।
মহান আল্লাহ পবিত্র কোরআনে জুম্মা সর্ম্পেকে আরো বলেছেন, অতঃপর নামায শেষ হলে জমিনে ছড়িয়ে পড় এবং আল্লাহর রহমত সন্ধান কর এবং তোমার প্রভুকে আরো বেশি স্মরণ কর, যাতে তোমরা অনুগ্রহ পেতে পারো। সূরা জুমুআ, আয়াত : ১০
জুম্মা সর্ম্পেকে রাসূলে করিম (সঃ) অসংখ্য হাদিস বর্ণণা করেছেন। যা অন্য কোন দিন বা বার সর্ম্পকে তিনি করেন নি।
আবূ হুরাইরা (রা:) বর্ণণা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল দিনের মধ্যো সর্বোত্তম দিন হলো জুম্মার দিন। এই দিনে আমাদের আদি পিতা আদম(আঃ)কে সৃষ্টি করা হয়েছে, তাকে বেহেস্তে দান করা হয়েছে এবং এই দিনেই তাঁকে সেখান থেকে বের করা হয়েছে।(সহিহ মুসলিম : ১৪১০)
বিভিন্ন হাদিসে বলা হয়েছে, জুম্মার দিনের মতো ফজিলতপূর্ণ দিন আর কোন জাতিকে দেওয়া হয়নি।এই জুম্মার দিনে কিয়ামত সংঘটিত হবে।