Roger Federer Retirement : 20 Grand Slam titles and 24 years
Roger Federer জানিয়েছেন আগামী লেভার কাপের পর তাঁকে আর তাকে প্রতিযোগিতামূলক টেনিসে দেখা যাবে না। নক্ষত্র পতন টেনিসে। একটা যুগের অবসান। অবসর ঘোষণা করলেন টেনিসের ওপেন যুগের টেনিসের রাজা রজার ফেডেরার। কেরিয়ারের শেষ কয়েকটা বছর চোট নিয়ে জেরবার ছিলেন। গত উইম্বলডনের পর থেকে তাঁকে আর দেখাই যাচ্ছিল না। এরই মধ্যে নিজের কেরিয়ারের সমাপ্তি ঘোষণা করে দিলেন। ৪১ বছর বয়সী এই তারকা খেলোয়াড় ক্লাসিক টেনিসের কিংবদন্তি ছিলেন।
জন্ম সূত্রে তিনি সুইজারল্যান্ডের নাগরিক। কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে তাঁর অগণিত ভক্ত। রজার ফেডেরার মানেই মাথায় সাদা ব্যান্ড, আর মুখে স্মিত হাসি আর হাতে গ্র্যান্ড স্ল্যাম বিজয়ীর ট্রফি নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে। গোটা কেরিয়ারে জিতেছেন মোট ২০টি গ্র্যান্ডস্ল্যাম। টেনিসে ওপেন যুগ শুরু পর তিনিই প্রথম পুরুষ টেনিস খেলোয়াড় যিনি সিঙ্গেলসে ২০টি গ্র্যান্ড স্ল্যাম যেতেন। যদিও এই রেকর্ডটি পরবর্তী কালে এই সময়ের ওপর দুই মহান টেনিস খেলোয়াড় রাফায়েল নাদাল (২২) এবং নোভাক ডোকোভিচ (২১) এর কাছে হাত ছাড়া হয়। তিনি মোট ৩১টি গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে খেলেন। জিতেছেন ২০ টি আর হেরেছেন ১১ টি। শুধু তাই নয় রেকর্ড সংখ্যক আট বার উইম্বলডনে চ্যাম্পিয়ন হয়েছেন ফেডেরার।