নাজনীন

নাজনীন; লাল ব্যালকনির বাগানবাড়ি – ছাউনী হতে চুঁইয়ে পড়ে টিপটিপ বৃষ্টির ফোঁটা, বৃদ্ধ গাছের কিশলয় পাতার ছায়া কোন এক জলচ্ছবি আমায় বন্দী করেছে! আমার সারাটা শরীর অসাড় অবস মন্ত্রমুগ্ধের মতো আমি দেখছি তাকে।

কতোটা শান্তির আশ্রয় সে দিলে স্বর্গ বলে অভিহিত হয়, অজানা। হয়তো যেমন পিছু হতে চুপটি করে মা হাত বুলিয়ে ঘুম পাড়ায়, যেমন আশ্বিনের বাতাস আমাকে প্রেমিকার কাঁধের সুবাস দিয়ে যায়, শ্বেত বর্ণ কদম পরাগরেনুর মাদকতায়।

More by dipayan bose

View profile