ভালবাসি
আজও তোকে ভালবাসি কারণে বাসি, অকারণে বাসি ঠিক আগের মতোই ভালবাসি ঘরেতে বসি, বাইরে বাসি কথা নেই তাও বাসি দূর থেকেই ভালবাসি দিনে বাসি, রাতে বাসি ঘুমের ঘোরেও তোকে ভালবাসি জানিনা কেন এতো ভালবাসি তোকে কেন এতো ভালবাসি দুঃখে বাসি, সুখে বাসি মদের বোতলে তোকেই ভালবাসি স্বর্গে বাসি, নরকে বাসি মরুতে বাসি, বনে বাসি শিরায় শিরায় তোকে ভালবাসি রাস্তায় বাসি, নদীতে বাসি আলোতে বাসি, আঁধারে বাসি কোটির মধ্যে তোকে ভালবাসি নিশি, আমি তোকেই ভালবাসি
বর্ষায় বাসি, শীতে বাসি পাতায় পাতায় তোকে ভালবাসি স্নানে বাসি, অস্নানে বাসি একরাশ জোনাকি ভালবাসি লেখায় বাসি, আলেখায় বাসি, সময়ে বাসি, অসময়ে বাসি খোলা জানলায় তোকে ভালবাসি ভিড়ে বাসি, একলা বাসি শূন্যতায় তোকে ভালবাসি অমায় বাসি, জোছনায় বাসি, যুদ্ধে বাসি, শান্তিতে বাসি আমি ডোবা ভালবাসি, তোর নর্দমাকেও ভালবাসি তোকে তোর মতই ভালবাসি মায়ায় বাসি, মুক্তিতে বাসি তত্ত্বে বাসি, বস্তুতে বাসি এক ঝাঁক পাখি ভালবাসি আকাশে বাসি, বাতাসে বাসি জন্মে বাসি, মরণে বাসি যেন হাজার বছর ভালবাসি তোকে হাজার বছর ভালবাসি