Bangla UI/UX App Design Case Study
Download Now Google Play Store
Bangla UI/UX App Design Case Study
বর্তমানে এই UI/UX ডিজাইন সেক্টরে প্রফেশনাল ডিজাইনারের চাহিদা খুব দ্রুত বাড়ছে। বাংলা ভাষাভাষী দের মধ্যেও প্রফেশন হিসেবে UI/UX ডিজাইন জনপ্রিয় হয়ে উঠছে। তাই আমরা এপ্স টিতে বাংলা কে প্রাধান্য দিয়ে বাংলায় আর্টিকাল এবং Youtube থেকে ফ্রি বাংলা ভিডিও টিউটোরিয়াল গুলো দিয়েছি একটি পুর্নাংগ কোর্স আকারে।
এই এপ্স টিতে বাংলায় UI/UX ডিজাইন এর কাজ পূর্নাংগ কোর্স হিসেবে শিখার জন্য প্রচুর আর্টিকাল এবং টিউটোরিয়াল ভিডিও সেই সাথে Tips ও প্রচুর রিসোর্স রয়েছে যার মাধ্যমে আপনি প্রফেশনাল ডিজাইনার হিসেবে UI/UX ডিজাইন এর কাজ শিখে ভালো ভাবে ফ্রিলান্সিং করতে পারবেন। এপ্স টিতে আপনি অনলাইন মার্কেটপ্লেস গুলো সম্পর্কে ধারনা পাবেন যা একজন UI/UX ডিজাইনার হিসেবে ফিলান্সিং এর জন্য জানা আবশ্যক। সেই সাথে এপ্স টিতে কোর্স আকারে আরো যা রয়েছে নিচে তা উল্লেখ করা হলোঃ
✔️ In this app you can get 👇👇👇
✔ Figma Tutorial Basic
✔ Figma Tutorial Advanced
✔ UI-UX Full Guideline
✔ Tips & Tricks
✔ Marketplace Idea
✔ Huge Resource
একজন সফল ডিজাইনার হয়ে UI/UX ডিজাইন এর কাজ করার জন্য এই এপ্স টি প্রাথমিক ভাবে আপনাকে সাহায্য করবে।
বিভিন্ন সোশাল মিডিয়াতে অবশ্য UI/UX ডিজাইন এর আরো অনেক আর্টিকাল এবং ভিডিও লেকচার রয়েছে কিন্তু সেসব যায়গায় লেকচার গুলো দেখে কাজ শিখার সময় অন্যান্য ভিডিও দ্বারা অনেকের মনসংযোগ নষ্ট হয়। মূলত সে কারণেই আমরা সেখান থেকে বাছাই করে বাংলা ফ্রি ভিডিওগুলো আমাদের সফটওয়্যার এ শেয়ার করার চেষ্টা করি যাতে বিগিনারদের UI/UX ডিজাইন এর কাজ শিখতে সুবিধা হয় ।
ধন্যবাদ।
Hello Guys 🤩
Bangla UI/UX App Visual Design & development🔥❤️
Do you have an awesome project? Let's Talk!
Feel free to feedback and comment.
don't forget to press "L" if love it.
Thanks!
📩Email me: naemmiah021@gmail.com
WhatsApp : (+8801612086573)