CUET Shaheed Minar (Illustration)
Vector Illustration Link: https://drive.google.com/file/d/1Tj21mzHfLvr8QpfD9f4f_KqaGIjHuMib/view?usp=sharing
চুয়েট ঢোকার পথে বাম পাশে প্রায় ৫৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে শহীদ মিনার। এর নকশা করেছেন চুয়েটের স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক মু মোস্তাফিজ আল-মামুন।
ত্রিকোণাকার শহীদ মিনারের কেন্দ্রে একটি চতুর্ভুজাকার মূল বেদি। এই বেদির একদিকে রয়েছে একটি ৩০ ফুট উচ্চতা বিশিষ্ট কালো রঙের স্তম্ভ। এটি একুশের শহীদদের শোকের রং ধারণ করেছে।
শহীদ মিনারের মধ্যে রয়েছে একটি লাল কিউব (ঘনক)। যাতে শহীদদের রক্ত রঞ্জিত হওয়ার চিত্র তুলে ধরেছে। এই লাল কিউবের উপরে দ-ায়মান একটি সাদা কলামের নিচে দুইটি সাদা কিউব প্রকাশ করেছে মুষ্টিবদ্ধ উদীয়মান তরুণ শক্তিকে।
শহীদ মিনারের পিছনের টেরাকোটায়ও ফুটিয়ে তোলা হয়েছে ভাষা আন্দোলনের ইতিহাস চিত্র। একেবারে পেছনে ২৪ ফুট উচ্চতার সাদা দেয়ালে রয়েছে একটি চতুর্ভুজ আকৃতির জানালা, যা নতুন সম্ভাবনার নির্দেশক।
এছাড়া শহীদ মিনারে রয়েছে লাল ইটের শিল্পকর্ম, প্রকৃতির চিত্র। রাখা হয়েছে আলোকমালা ও পানির ফোয়ারার ব্যবস্থাও।
২০০৬ সালে এই শহীদ মিনারের নির্মাণ কাজ শুরু হয়। চুয়েটের পুরকৌশল বিভাগ ও স্থাপত্য বিভাগ এর নির্মাণ কাজ সমন্বয় করে।